করোনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ০২:১৭ পিএম

আবুল কাশেম আযাদ
করোনা ভাইরাসে আক্রান্ত বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক আবুল কাশেম আযাদ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. শাহাদুজ্জামান এ কথা নিশ্চিত করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বগুড়ায় দায়িত্ব পালন অবস্থায় উপপরিচালক আবুল কাশেম আযাদের শরীরে বিগত প্রায় ১৬-১৭ দিন আগে করোনার উপসর্গ দেখা দেয়। পরে টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তিনি শনাক্ত হন। গত ২৪ জুন তিনি নিজ আবাসস্থল ময়মনসিংহে চলে যান। সেখানে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে রোববার সকালে তিনি মারা যান।
দপ্তর সূত্র জানায়, উপপরিচালক ময়মনসিংহে স্থায়ী হলেও তার আসল বাড়ি ছিল পাবনা জেলায়। সম্প্রতি ছুটিতে ময়মনসিংহের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে আসার কিছু দিন পর তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে নমুনা দিলে তার করোনা পজিটিভ আসে।