সিংগাইরের ১'শ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রার মেলা বন্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২০, ০১:৪৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মেলার আনন্দ এবছর আর উপভোগ করা হচ্ছেনা। রথযাত্রার সূত্রপাত শ্রী শ্রী জগন্নাথ দেবের নামে হলেও জয়মন্টপে শ্রী শ্রী রাধানাথ দেবের রথযাত্রা পালন করা হয়। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রায় ১'শ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা মেলার সকল প্রকার আয়োজন এবছরের জন্য স্থগিত ঘোষণা করেছেন আয়োজক কমিটি। এ সময়ে শুধু সংক্ষিপ্ত পরিসরে তাদের পূজা-অর্চনা চলবে বলেও জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাম্বলীদের সাথে কথা বলে জানা গেছে , কত বছর পূর্বে এ রথযাত্রা মেলার সূত্রপাত তার সঠিক ইতিহাস কারো জানা নেই। তবে মেলা আয়োজক কমিটির প্রধান গৌরচন্দ্র দাস জানান, প্রায় ১‘শ বছর পূর্বে থেকে ঐতিহ্যবাহী রথযাত্রার এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শ্রী শ্রী রাধানাথ দেবের রথযাত্রা উৎসব উৎযাপিত হয়ে আসছে। এ রথের মেলা চলত সপ্তাহ ব্যাপি। মেলা উপলক্ষ্যে এক মাস আগে থেকেই নেওয়া হতো ব্যাপক প্রস্তুতি। প্রতি বছরের ন্যায় এবছরও মঙ্গলবার (২৩ জুন ) ৯ আষাঢ় জয়মন্টপের ঐতিহ্যবাহী রথযাত্রা মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে গত (১৫জুন) রাত ৮ ঘটিকা থেকে সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়নকে স্থানীয় প্রশাসন রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করেছেন। আর এ লকডাউন শেষ হবে আগামী ৪ জুন। করোনায় ঐতিহ্যবাহী এ মেলা বন্ধ হওয়ায় চরম আশাহত হয়েছেন এলাকার মেলা প্রেমীরা।
মেলা স্থগিত হওয়ায় প্রতি বছরের ন্যায় এবছর মেলার সেই ঐতিহ্য আর চোখে পড়বে না। কানে বেজে ওঠবেনা - সেই টম টম গাড়ির শব্দ, বাঁশি বাদকের বাঁশির সুর এবং পুতুল নাচের রঙ্গ-তামাশা । এবার হবে না আর বাহারী রকম খেলনা কেনা, নাগর দোলায় উঠা, পুতুল নাচ দেখা।
শ্রী শ্রী রাধানাথ দেবের রথযাত্রা মেলা বন্ধ প্রসঙ্গে পরিচালনা কমিটির সভাপতি গৌরচন্দ্র দাস বলেন, মেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বিধায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ বছর মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, মহামারি কারণে এ বছর মেলা বন্ধ থাকলেও আগামী বছর নির্দিষ্ট দিনে মেলা অনুষ্ঠিত হবে।