ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২০, ০২:৫২ পিএম
যশোরের চৌগাছায় লাভলি আক্তার (২০) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায়।
যশোর সরকারি মাইকেল মধূসুদন (এমএম) কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তিনি। চৌগাছা পৌরসভার পাঁচনামনা গ্রামের আতিয়ার রহমানের মেয়ে। বুধবার (৬ মে) সকাল সাড়ে আটটার দিকেএকটি পরিত্যক্ত টিনশেড ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি রোজাও রেখেছিলেন।
মেয়েটির মামা মন্টু হোসেন জানিয়েছেন, তিনদিন আগে বাড়ির নারকেলগাছ থেকে একটি ছোট শুকনো নারকেল লাভলির মাথায় পড়ে। এতে সে আঘাতপ্রাপ্ত হয়। বুধবার সকালে সে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় বাবা তাকে গরুর খাবারের জন্য বিচালি (খড়) কাটার জন্য বললে সে অসুস্থতার কথা বলে। তখন বাবা তাকে ধমক দেয়। এরপর লাভলি ঘুম থেকে উঠে নিজেদের গরুর জন্য বিচালি কাটতে বসে। বিচালি কাটার কোনো একসময় সে সেখান থেকে উঠে নিজেদের পরিত্যক্ত টিনশেডের একটি ঘরের আড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা খুঁজাখুঁজির এক পর্যায়ে পরিত্যক্ত টিনশেডের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।