খুমেকে করোনা উপসর্গে নারীর মৃত্যু, ২ চিকিৎসক শনাক্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০১:৩০ পিএম
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা সন্দেহে মাসুমা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের ফ্লু কর্নার ওয়ার্ডে ওই নারীর মৃত্যু হয়। একইসঙ্গে খুমেক হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক করোনায় শনাক্ত হয়েছেন।
হাসপাতালের করোনা মুখপাত্র ডা. শৈলৈন্দ্রনাথ বিশ্বাস জানান, জ্বর, কাশি ও গলা ব্যাথা নিয়ে ওই নারী শনিবার রাত সাড়ে ১০টায় হাসপাতালের জরুরি বিভাগে আসেন। সেখান থেকে তাকে ফ্লু কর্নারে ভর্তি করা হয়।
শৈলৈন্দ্রনাথ আরো বলেন, হাসপাতালে ভর্তির সময়ই ওই রোগীর করোনা উপসর্গ ছিল। তার নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে পরীক্ষার জন্য দেয়া হয়েছে। মৃত নারীর গ্রামের বাড়ী পিরোজপুর জেলার জিয়ানগর বালিপাড়া এলাকায়।
এসব ঘটনায় ডাক্তারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ পর্যন্ত খুলনা পিসিআর মেশিনে তিন চিকিৎসকসহ সাতজন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে।