×

সারাদেশ

শাহ্ আরেফিন ওরস ও বারুণী স্নান ঘিরে করোনা আতঙ্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১০:৫৩ পিএম

শাহ্ আরেফিন ওরস ও বারুণী স্নান ঘিরে করোনা আতঙ্ক
   
সম্প্রতি বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় করোনা ভাইরাস। বিশ্বজুড়ে মানুষ নিজেদের এবং তাদের পরিবারকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছে। ইতোমধ্যে বাংলাদেশেও ৩ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। তাই সাবধানতা অবলম্বন করতে দেশের সকল জায়গায় অতিরিক্ত জনসমাগমজনিত সকল অনুষ্ঠানমালায় কড়াকড়ি আরোপ করেছে সরকার। এমনকি ১৭ই মার্চের মুজিব বর্ষের বড় বড় জনসমাগমকৃত অনুষ্ঠানসূূহ জনসাধারণের সুস্থতার কথা বিবেচনা করে স্থগিত করে শুধু মূল অনুষ্ঠানসমূহ করা হয়েছে। ঠিক এই সময়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় হযরত শাহ্ আরেফিন (র:)’র ওরস এবং সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ পূণ্যস্নান পণাতীর্থ বারুণী স্নান ও বারুণী মেলা নিয়ে দেখা দিয়েছে ভিন্নমত। স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে সতর্কতা ও সাবধানতার অংশ হিসেবে এবারের এ আয়োজন ৩ দিনের পরিবর্তে ১ দিনে সমাপ্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের কাছে জোর আবেদন করা হচ্ছে। এর প্রেক্ষিতে সুনামগঞ্জের তাহিরপুরে আগামী ২২-২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া হযরত শাহ্ আরেফিন (র.)’র ওরস ও পণাতীর্থ স্নানে ৩ লক্ষাধিক মানুষের সমাগমে করোনা ভাইরাস সংক্রমণের আশংকায় একটি খোলা চিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গিয়েছে। চিটির মূল ভাষ্য, জনসাধারণের সুস্থতার দিকটি বিবেচনা করে শাহ্ আরেফিন (র:)’র ওরশ এবং সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ পূণ্যস্নান পণাতীর্থ স্নান ও বারুণী মেলা ৩দিনের পরিবর্তে ১দিনে সম্পন্ন করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মঙ্গলবার বিকেলে ওরস উদযাপন কমিটি ও স্নান যাত্রা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও আমি বৈঠক করে জানিয়েছি দিয়েছি ওরস ও স্নানস্থলে যেন কোন ধরণের কাফেলা, দোকানপাঠ না বসে শুধুমাত্র ভক্তরা যেন তাদের ধর্মীয় কাজ শেষ করেই চলে যান এবং লোক সমাগমও যেন কম ঘটে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বলেছি, ওরস ও স্নানযাত্রা কমিটির সাথে আলোচনা করে উভয় পক্ষের সম্মতি ক্রমে ১দিনের মধ্যে অনুষ্ঠান সমপন্ন করার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App