গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৮ পিএম

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের একজনের বিদায় দগ্ধ আটজনের মধ্যে নুরজাহান বেগম (৬০) নামের একজন মারা গিয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভোরে আগুন লাগলে ওই সময় দগ্ধ হন, নুরজাহান বেগম (৬০), কীরণ (৪৩) হীরণ (২৫), তাঁর স্ত্রী মুক্তা (২০), মেয়ে লিমা (৩) এবং পরিবারের অন্য সদস্য আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০)। এদের মধ্যে নূরজাহান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মারা যান।
ঢামেকের পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, বিষয়টি নিশ্চিত করেছেন। দগ্ধ বাকিদের মধ্যে কীরণ মিয়া, আবুল হোসেন ও কাওসারের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
আদমজী ইপিজেটের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, সারারাত গ্যাসের চুলার চাবি ছাড়া ছিল, কিরণের মা নুরজাহান বেগম না বুঝে চুলা জ্বালাতে গেলে সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন লেগে যায়। ফলে আগুনে ঘরের আটজন দগ্ধ হন।