
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৫:৩৪ পিএম
আরো পড়ুন
ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কেটে মায়েরও মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫১ পিএম

প্রতীকী ছবি।
বগুড়ার কাহালু রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাগাটিয়া গ্রামের হারিজ উদ্দিনের স্ত্রী ফেলানি বেগম (৫২) ও ছেলে রাজা বাবু (২৭)।
জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে বগুড়ার কাহালু রেলস্টেশনের রেল লাইনে বসে ছিল মানসিক প্রতিবন্ধী রাজা বাবু। এসময় লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখলে রাজার মা তাকে বাঁচাতে যায়। ফলে মা ও ছেলে উভয়ই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
নিহতদের মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কেটে মায়েরও মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫১ পিএম

প্রতীকী ছবি।
বগুড়ার কাহালু রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাগাটিয়া গ্রামের হারিজ উদ্দিনের স্ত্রী ফেলানি বেগম (৫২) ও ছেলে রাজা বাবু (২৭)।
জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে বগুড়ার কাহালু রেলস্টেশনের রেল লাইনে বসে ছিল মানসিক প্রতিবন্ধী রাজা বাবু। এসময় লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখলে রাজার মা তাকে বাঁচাতে যায়। ফলে মা ও ছেলে উভয়ই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
নিহতদের মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম।