মেরামত হলো বাঁধ, রক্ষা পেল বীজতলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৩:৫০ পিএম

পানি নেমে যাওয়া বীজতলা। ছবি: ভোরের কাগজ।

বীজতলা থেকে পানি নেমে গেছে। ছবি: ভোরের কাগজ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিলের বাঁধ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুস্কৃতিকারীরা কেটে দেয়ায় পাশ্ববর্তী শাখা করতোয়া নদীর পানি আকস্মিক ভাবে বেড়ে প্রায় কয়েক শত একর জমির ইরি বীজতলা পানিতে তলিয়ে যায়। ঘটনার ১২ঘন্টা পর বীজতলা থেকে পানি নেমে যাওয়ায় রক্ষা পেয়েছে বীজতলা।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে ডুবে যাওয়া বীজতলা থেকে পানি নেমে যাওয়া শুরু করে। এদিকে বীজতলা থেকে পানি নেমে যাওয়ায় বীজতলার পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার রাঘবিন্দপুর খিয়ারপাড়ার কৃষক তোজাম্মেল হোসেন জানান, আল্লাহর রহমতে নদীর পানি নেমে গেছে, বীজতলা গুলোর তেমন ক্ষতি হবে না ।
[caption id="attachment_195854" align="aligncenter" width="687"]
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, পানি নেমে যাওয়ার পর বীজতলায় ময়লা আবর্জনা পরিষ্কার করে থিয়োভিট ও ইউরিয়া সার প্রয়োগ করার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার জানান, কৃষকদের বীজতলা নিয়ে আমরা সবসময় খোঁজ খবর রাখছি ।
নবাবগঞ্জ জাতীয় উদ্যান আশুরার বিলে পানি ধরে রাখার জন্য ক্রসড্রামের বাঁধ কেটে দেয় পাশ্ববর্তী গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামের কয়েকজন দুস্কৃতিকারী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার বাঁধ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে র্যাব ১৩ ও পুলিশের সহযোগিতায় বাঁধ মেরামত সম্পন্ন করেন।