বাগাতিপাড়ায় নেচে গেয়ে বড়দিন উদযাপন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৯:০৭ পিএম

বাগাতিপাড়া উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নেচে গেয়ে দিনটি উদযাপন করে খ্রিস্টান সম্প্রদায়ের ছেলে-মেয়েরা। গীর্জায় গীর্জায় চলে ভক্তদের আরাধনা। এ সময় ভক্তরা প্রার্থনায় দেশের শান্তি ও মঙ্গল কামনা করেন।
স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল উপজেলার সকল গীর্জায় উপস্থিত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা যুবলীর সভাপতি নাসিম মাহমুদ, উপজেলা তাঁতি লীগের সভাপতি শামসুজ্জামান মোহন, বাগাতিপাড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম টারজান, দুলাল হোসেন মাষ্টার, খোকন মার্ডি, জোনাস মার্ডি প্রমুখ।