দুর্নীতি না করার শপথ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১০:৪১ এএম

হোমনায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে সোমবার (৯ ডিসেম্বর)। এ উপলক্ষে সকালে উপজেলার বিভিন্ন স্তরের লোকজন উপজেলা পরিষদ মাঠে সমবেত হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা উপস্থিত লোকজনকে দুর্নীতি না করার শপথবাক্য পাঠ করান।
পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, সেক্রেটারি মো. আলী নেওয়াজ প্রমুখ।