×

সারাদেশ

সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৪:০৫ পিএম

সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে
   
নাটোরের গুরুদাসপুরে “নারী পুরুষ সমতা,রুখতে পারে সহিংসতা”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমীনসহ প্রমুখ। বিভিন্ন বয়সের প্রায় ২০০জন নারী ওই সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে ইউএনও তমাল হোসেন বলেন, সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে। কখনও হার মানা যাবে না। নিজের অধিকার নিজেরই অর্জন করে নিতে হবে। জীবন চলার পথে অনেক বাধা বিপত্তি আসবেই। কোন বাধাই কোন নারীর ইচ্ছা শক্তিকে দমিয়ে রাখতে পারে না। নিজের কর্মদক্ষতা দিয়েই সকলকে এগিয়ে যেতে হবে। নিজেদের কষ্ট হলেও ছেলে-মেয়েদের লেখাপড়া চালিয়ে যান। সার্বিক সহযোগিতা আমরা করবো। উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উপস্থিত সকল নারীদের উদ্দেশ্যে বলেছেন, অনেক সংগ্রাম পাড়ি দিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। অতি সহজে হেরে গেলে হবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার আপনাদের পাশে আছে। নিজেদের ছেলে- মেয়েদের পড়াশোনা করান। আপনার সন্তান যখন সু-শিক্ষায় শিক্ষিত হবে তখন সমাজের মানুষের সামনে আপনার সব কষ্ঠ ভুলে দাড়াতে পারবেন। সন্তানদের স্কুলে পাঠান। উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। যারা নারী নির্যাতন করে তাদের বিরুদ্ধে রুখে দাড়ান। এখনি প্রতিবাদ করুন। গুরুদাসপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন বলেন, চলতি বছরের অক্টোবর থেকে অসহায় দুস্থ্য নারীদের জন্য প্রশিক্ষণ কর্মর্সচি চালু করা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App