কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ এএম

রাঙামাটির কাপ্তাই চিৎমরম এলাকায় বন্য হাতির আক্রমণে চাইসুই অং মারমা (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে শনিবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটায় চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায়। স্থানীয়রা সংবাদ পেয়ে জামাই ছড়ি এলাকা থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তার চিকিৎসা করানো হচ্ছে বলে জানা যায়।
এলাকাবাসী জানান, শনিবার সাপ্তাহিক বাজারের দিন ছিল, তাই বাড়ির গোলা থেকে ধান নিয়ে মাথায় করে বাজারে নেয়ার সময় পথিমধ্যে বন্য হাতির আক্রমণের শিকার হন।
উল্লেখ্য, এর চার দিন আগে গত ২৭ ডিসেম্বর রাইখালী সীতা পাহাড় কলাবাগান নামক এলাকায় বন্য হাতির আক্রমণে অংশে হলা মারমা (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছিল।