রামগড় থানার ফেসবুক পেজ হ্যাক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৩:১৫ পিএম

ছবি: ভোরের কাগজ
খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাক করে হ্যাকার সেখানে কয়েকটি অশ্লীল ভিডিও আপলোড করেছে।
রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ ফেসবুক পেইজটি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
কারণ অনুসন্ধানে জানা যায়, 'Ramgarh Thana-রামগড় থানা' পেজটি হ্যাক করেছে সাইবার অপরাধীরা। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় হ্যাকাররা পরপর পাঁচটি অশ্লিল ভিডিও পোষ্ট করে। পরে শনিবার বেলা ১১টার পর আরো কয়েকটি অশ্লীল ভিডিও পোষ্ট করে।
শনিবার বেলা ১২টা পর্যন্ত দীর্ঘ ২১ ঘণ্টা অতিবাহিত হলেও পেজটির নিয়ন্ত্রণ নিতে পারেনি পুলিশ।
ওসি দেব প্রিয় দাশ বলেন, আমি কয়েকদিন হলো এ থানার দায়িত্ব নিয়েছি। এক বছরের বেশি সময় ধরে অকার্যকর ছিল পেজটি ৷ শুক্রবার বিকেল থেকেই পেজটিতে অশ্লীল ভিডিও প্রচার হচ্ছে। এ বিষয়ে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে এবং ক্রিমিনালদের চিহ্নিত করে আটক করা হবে বলে জানান তিনি।