এপিসি গাড়িতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, আহত ৩ পুলিশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম

পুলিশ। পুরোনো ছবি
গাজীপুরে পুলিশের এপিসি গাড়িতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে এক এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, এসআই প্রবীর (৪৫), কনস্টেবল ফুয়াদ হাসান (৩০) ও মোরশেদ খান (৩০)।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মোহাম্মদ আলাউদ্দিন জানান, পুলিশ সদস্য মোরশেদ খান ও ফুয়াদের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে।
এছাড়া ফুয়াদের ডান হাতের কব্জিতে খুব বাজে ভাবে ক্ষতবিক্ষত হয়েছে। আর প্রবীরের শরীরের পাশাপাশি মাথায়ও জখম হয়েছে। ৩ জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের সবার অবস্থাই গুরুতর।