১২ বছর পর ৫ বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১২:১২ পিএম

ছবি: ভোরের কাগজ
পটুয়াখালীর রাঙ্গাবালীর উপজেলার চরমোন্তাজে ১২ বছর পলাতক থাকার পর ৫ বছরের সাজাপ্রাপ্ত আনোয়ার খান (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. বেল্লাল হোসেনের নেতৃত্বে চরমোন্তাজ পুলিশ ফাঁড়ি একটি টিম চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতার আনোয়ার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের মজিবর খান এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে চাদা বাজী ও ডাকাতির অভিযোগে মামলা হয়। মামলায় আদালত তার ৫ বছর সাজা দেন। মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক এবং আত্মগোপনে ছিলেন।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. নাজমুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।