শেখ হাসিনা মানেই উন্নয়ন: লিয়াকত সিকদার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১২:২১ এএম

ফরিদপুর-১ নির্বাচনী এলাকার (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার। ছবি: কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বেকার সমস্যার সমাধান হবে। শেখ হাসিনার নেতৃত্বেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী সফল হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার উপলক্ষে শুক্রবার ও শনিবার সারাদিন ফরিদপুর-১ নির্বাচনী এলাকার (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর, রূপাপাত ইউনিয়নের বন্ডপাশা, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া, ঘোষপুর ইউনিয়নের ভীমপুর, সাতৈর, গুনবহা, মধুখালি উপজেলার বাগাটসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন।
লিয়াকত সিকদার আরও বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অত্যাধুনিক টার্মিনাল-৩ উদ্বোধন করেন। আগামী ১০ অক্টোবর পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। আজকের ছেলেমেয়েরা জানে না ১৫ বছর আগে আমাদের কত কষ্ট ছিলো। এলাকায় বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হয়েছে। বাংলাদেশে আর কেউ না খেয়ে থাকবে না। এজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় লিয়াকত সিকদার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র মানুষের সামনে তুলে ধরে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। কারণ আওয়ামী লীগ মানেই উন্নয়ন। শেখ হাসিনা মানেই উন্নয়ন। পদ্মা সেতু হয়েছে। এখন আমাদের এ অঞ্চলে শিল্প বিপ্লব হবে।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন- বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য রাহাদুল আকতার তপন, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহিদুল হক জুয়েল, রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বাবলু, বেনজির আহমেদ সোহেল, নাসির উদ্দিন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক জাহিদুল হক পল্লব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মোল্যা আশিক, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।