মঙ্গলবার রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ সাত বছর পর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সম্মেলনকে সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে কুমারপাড়ার মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন জেলা ও মহানগর যুবলীগের নেতারা।
সংবাদ সন্মেলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান জানান, এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে তিনি বলেন,অনেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক হতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তাদের মধ্য থেকে একটি সুন্দর নেতৃত্ব আসবে বলে আশা করছি।
এছাড়াও যারা ক্লিন ইমেজ, সাংগঠনিকভাবে দক্ষ, ত্যাগী, পরীক্ষিত তাদের মধ্য থেকেই নেতৃত্বে বেছে নেয়া হবে।
এসময় রাজশাহী মহানগর ও যুবলীগের পদ প্রত্যাশী ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সর্বশেষ ২০১৬ সালের ৫ মার্চ রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দ্বিতীয়বারের মতো রমজান আলীকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছিল।