রোয়াংছড়িতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম

রোয়াংছড়ি থানা। ছবি: সংগৃহীত
বান্দরবানের রোয়াংছড়িতে বাক-বিতণ্ডাকে কেন্দ্র করে ক্যথুইপ্রু মারমাকে (৩২) নামে এক যুবককে দায়ের কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান।
এর আগে রবিবার (২৪ সেপ্টেম্বর) ২নং তারাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড বইক্ষ্যং পাড়া লতাঝিরি এলাকার সন্ধ্যায় জুম ঘরে এ ঘটনা ঘটে। নিহতের ব্যক্তি উজানী পাড়া ক্যবাইচিং মারমা ছোট ছেলে ক্যথুইপ্রু মারমা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যায় অভিযুক্ত ব্যক্তি মংরে মারমা পূর্ব শত্রুতার জেরে ক্যথুইপ্রু মারমাকে নির্জন এলাকায় জুম ঘরে ডেকে নিয়ে মংরে মারমা দেশীয় অস্ত্র দা দিয়ে গলা কেটে খুন করেছে। গ্রামবাসীরা হত্যা খবর পেয়ে পুলিশকে অবগত করেন। পুলিশ সংবাদ পেয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) ঘটনাস্থল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।