পানছড়িতে গাঁজা ও ভারতীয় কসমেটিক সহ দু’জন আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ পিএম

ছবি: ভোরের কাগজ
জেলার পানছড়িতে এক কেজি গাঁজা ও ১ হাজার ২৬৫ পিছ অবৈধ ভারতীয় পন্ডস টেলকম পাউডারসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ।
পানছড়ি থানা পুলিশ সুত্রে জানা যায়, মাদক,চোরাচালান ও অপরাধ দমনের নিয়মিত টহলে শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে পানছড়ি-খাগড়াছড়ি সড়কের কুড়াদিয়াছড়া এলাকা থেকে দু’জনকে এক কেজি গাঁজা ও ১২৬৫ পিছ ভারতীয় পন্ডস টেলকম পাউডার সহ আটক করে।
আটককৃতরা হলেন- পানছড়ির নকুল মাষ্টার টিলার অজিত বড়ুয়ার ছেলে পিয়ান বড়ুয়া (২১) ও মোহাম্মদপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মো. বেলাল হোসেন ( ২০)।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) অনিক কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (২৪ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে খাগড়াছড়ি সদর কোর্ট হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশের মাদক, চোরাচালান ও অপরাধ দমনের নিয়মিত টহল অব্যাহত থাকবে।