রাঙ্গাবালীতে এক সেতুতে তিন লক্ষাধিক মানুষের ভোগান্তির অবসান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম

রাঙ্গাবালীতে এক সেতুতে তিন লক্ষাধিক মানুষের ভোগান্তির অবসান। ছবি: কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার দারছিরা নদীর উপরে সেতুর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায় দারছিরা নদীর উপরে সেতু নির্মান কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান। এসময় তিনি ড্রোনের মাধ্যমে দীর্ঘ দিনের অপেক্ষার কাঙ্খিত ব্রিজের শুভ উদ্বোধন করেন।
এই সেতুর নির্মাণ হলে উপজেলার প্রায় তিন লক্ষাধিক সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবি এবং ভোগান্তির অবসান ঘটবে। একই সাথে খালগোড়া ও বড়বাইশদিয়ার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটবে বলে প্রত্যাশা সবার।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিববুর রহমান বলেন, সেতুটি রাঙ্গাবালির মানুষের দীর্ঘদিনের প্রানের দাবি ছিলো যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। তাছাড়া এই চরাঞ্চলের মানুষের ভোগান্তি লাঘবে বিছিন্ন এলাকায় শতভাগ বিদ্যুৎতের আওতায় এনেছেন। যা এই এলাকার মানুষ কখনও স্বপ্নেও ভাবেনি। তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তাবয় করেছেন। তাছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ পুনরায় নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে ঋণ শোধ করবেন বলেও জানান তিনি।