ফুলপুরে দায়ের কোপে প্রাণ গেলো ১ জনের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম

ফুলপুর থানা। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ ফুলপুরের ৪নং সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামে মো: এনামুল হক (৩৫) নামে একজন খুন হয়েছে। এনামুল হক দনারভিটা গ্রামের মো. আ. হাই এর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে আমন ধান ক্ষেতে সেচ দেওয়া নিয়ে একই এলাকার জংসের আলীর সাথে এনামুলের ঝগড়া শুরু হলে জংসের আলীর ছেলে মিজানুর রহমান (১৯) এনামুলের মাথায় দা দিয়ে কোপ দিলে এনামুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল আনুমানিক ৫ টায় চিকিৎসাধীন অবস্হায় তিনি মারা যান।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল জানান, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। আসামি গ্রেপ্তার অভিযান চলছে। ঘটনাস্থল ও আসামিদের বাড়ি-ঘর তল্লাশি করে রক্তমাখা দা, লাঙ্গলের ঈশ জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।