আলফাডাঙ্গায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম

ছবি: ভোরের কাগজ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কাতলাসুর স্বপ্ন নগরে আনন্দঘন পরিবেশে মধুমতির নিকটবর্তী বিশাল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কাতলাসুর যুব সমাজের আয়োজনে এ খেলায় অনুষ্ঠিত হয়।
এতে আলফাডাঙ্গ উপজেলার চর চান্দড়া ফুটবল একাদশ বনাম নড়াইল লোহাগড়ার নোয়াখোলা ফুটবল একাদশ অংশ নেন।
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় সরাসরি ট্রাইবেকারে ৫-৪ গোলে চর চান্দড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত খেলায় কাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মশিয়ার মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন আলফাডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, উদ্বোধন ছিলেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম,বিশেষ অতিথি নড়াইল লোহাগড়ার সালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. লাভু মিয়া,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর শুকুর মোল্লা প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম দেলোয়ারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর,ওয়াহিদুজ্জামান শিকদার, দুলাল মোল্লা,শাহাদৎ হোসেন, খান নজরুল ইসলাম ও স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কদর,এনামুল হক,যুবলীগ নেতা নওফেল আহমেদসহ হাজার হাজার ফুটবল প্রেমিকরা ও সুধীজনেরা উপভোগ করেন।
খেলা শেষে সেরা খেলোয়াড়, ম্যান অব দ্য ম্যাচ , রানার্স আপ, চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার দেয়া হয়।