ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ পিএম

ছবি-প্রতীকী
খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াদ খান (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে ডুমুরিয়া কলেজের সামনে একটি আমন ধানের ক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ খান সদর ১১ নং ইউনিয়নের গোলনা গ্রামের আনোয়ারুল ইসলাম খানের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গেছে, রিয়াদ খান ডুমুরিয়া কলেজের বিপরীতে খুলনা-সাতক্ষীরা সড়কের পাশে একটি সাফিয়া মোটর গ্যারেজের শ্রমিক ছিলো।
বুধবার দুপুরের দিকে রিয়াদ কাজকর্ম সেরে হাত-পা ধোয়ার জন্য পেছনের পুকুরে যায়। পুকুরে ইঁদুর ও মাছ চোর ধরতে দেয়া ছিলো কারেন্ট সংযোগ। তখন ওই কারেন্টের তারে জড়িয়ে সে মারা যায়।
এ ঘটনায় ডুমুরিয়া থানায় এটি অপমৃত্যু মামলা হয়েছে বলে উপ-পরিদর্শক কেরামত আলী জানান।