তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় নবীনগর চ্যাম্পিয়ন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যম্পিয়ন দল নবীনগর উপজেলা (হলুদ দল) পুরস্কার প্রদান করছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ছবি: মো. সাইফুল ইসলাম রবিন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এতে নবীনগর উপজেলা (হলুদ দল) চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত নৌকা বাইচ-২০২৩ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দু’পাড়ে জড়ো হয় লাখো মানুষ। তিতাস নদীর শিমরাইলকান্দির গাঁও গ্রাম পয়েন্ট হতে মেড্ডা সরকারি শিশু পরিবার পর্যন্ত এই প্রতিযোগীতায় অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার ১৫টি নৌকা। জেলা প্রশাসক শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যন আল মামুন সরকার, নবীনগরের উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম ও নবীনগরের এসিল্যান্ড মাহমুদা জাহান প্রমুখ।
পরে প্রধান অতিথি বিজয়ী প্রথম স্থান অর্জনকারী নবীনগর উপজেলা, দ্বিতীয় স্থান অর্জনকারী সরাইল ও তৃতীয় স্থান অর্জনকারী আশুগঞ্জ দলকে নগদ টাকা ও ক্রেষ্ট ছাড়াও অংশগ্রহনকারী প্রতিটি নৌকাকে নগদ অর্থ প্রদান করেন।