×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১১:৩৭ এএম

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

তৈয়ব আলী

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
   

সড়ক দুর্ঘটনায় তৈয়ব আলী (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭দিকে ঢাকা-মাঝকান্দি আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বাইখির বনচাকী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়র ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদরে অবস্থিত সরকারি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক।

একই উপজেলার বুড়াইচ ইউনিয়নের শিয়ালদি গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।

জানা যায়, তৈয়ব বোয়ালমারী ভাড়া বাসা থেকে থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল আলফাডাঙ্গা সরকারি কলেজে উদ্দেশ্যে রওনা দিয়ে বাইখির বনচাকী মোড়ে আসলে বিপদগামি অজ্ঞাত আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে লুটিয়ে পরে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে রেফার করেন।

সেখানেও তার অবস্থা অবনতি দেখে কর্মরত ডাক্তার ঢাকা লালমাটিয়া সিটি হাসপাতালে রেফার করেন।

পরবর্তীতে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসারত অবস্থায় একইদিনে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

পারাবারিক সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর শুক্রবার জুম্মা নামাজের পর শিয়ালদি হাফেজিয়া মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ওখানে কবরস্থানে দাফন করা হবে।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব ভোরের কাগজকে জানান, দুই মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনার স্বীকার হয়েছে। নিহত বিষয়টি শুনেছি।তবে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App