সাঈদীকে নিয়ে পোস্ট, তাড়াশে ছাত্রলীগে বহিষ্কার ৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৯:৪৬ পিএম

ছাত্রলীগ লোগো। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের ৪ নেতাকে সাময়িক বহিষ্কার এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, জামায়াতে ইসলামী নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে তাড়াশ উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির চার সদস্য ফেসবুকে পোস্ট করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিষয়টি বুধবার (২৩ আগস্ট) রাতে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা জানান, স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট সুপারিশ করে রাতেই ফ্যাক্সের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান রুম্মান ও সদস্য আসলাম হোসেন।
তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল তাদের ৪ জনের বহিস্কারের বিষয়টি অবগত আছেন।