১০ হাজার টাকায় ৩ পাখি মাছ বিক্রি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৫:৪১ পিএম

১০ হাজার টাকায় ৩ পাখি মাছ বিক্রি। ছবি: কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বড় সাইজের তিনটি পাখি মাছ। যার বৈজ্ঞানিক নাম সেইল ফিস। পটুয়াখালীর মহিপুরের মাহাবুব মাঝি (৪৬) নামের এক জেলের জালে দ্রুতগতির এই ৩ মাছ ধরা পরে। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এসময় এই মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় পরে মাছ তিনটি ১০ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। প্রায় তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় ওই জেলের জালে মাছ তিনটি ধরা পড়ে।
কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে চলাচলকারী দ্রুতগতির মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। মাছটি ঘণ্টায় ১১০ কিলোমটির বেগে দৌঁড়ায়।