সোনারগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৩:৩৭ পিএম

ছবি: ভোরের কাগজ
জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসানের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোনারগাঁও পৌরসভা মাঠে বৃহস্পতিবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে বিশেষ ভোজের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু শোক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক, শ্রম আদালত ঢাকা-৩ এর সদস্য, জাতীয় তৃপক্ষীয় পরামর্শ পরিষদ সদস্য, সোনারগাঁও কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, সোনারগাঁও শেখ রাসেল পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা মো. ফিরোজ হোসাইন মিতা।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ সোনারগাঁও উপজেলা কমিটির আহ্বায়ক রুবাইয়্যাত হোসেন শান্ত, সদস্য সচিব শামীম আহসান, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাসেদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রবিন, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আনিসুর রহমান আলমগীর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সোনারগাঁও আওয়ামী লীগের সদস্য কাঁচপুর যুব লীগের সভাপতি মাহবুব হোসেন,সন্মান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল,বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মন্জু সাধারণ সম্পাদক শরীফ সরকার, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি আবু হোসেন চৌধুরী লিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন জাকুসহ স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আবু জাফর চৌধুরী বিরু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারের সব শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ব থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি ফিরোজ হোসাইন মিতা বলেন, ১৯৭১ এ যে শক্তি দেশের বিরুদ্ধে ছিল তারাই ১৯৭৫ এ বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছে।
২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, একই শক্তি বর্তমানে উন্নয়ন অগ্রগতির ধারাকে ব্যাহত করার পায়তারায় মেতে উঠেছে।সবাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।