রেলসেতু পারাপার হতে গিয়ে প্রাণ গেল ২ মাজার ভক্তের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১১:১১ পিএম

রেলসেতু পারাপার হতে গিয়ে প্রাণ গেল ২ মাজার ভক্তের। ছবি: প্রতীকী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই মাজার ভক্ত নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আখাউড়া-সিলেট বাইপাস রেলপথের পৌরশহরের খরমপুর মাজার শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত একজনের নাম শুকুর মিয়া (৬০)। তার বাড়ি নরসিংদীর মাধবী থানার দোয়ারি গ্রামে। তার পিতার নাম গাজী মিয়া। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, রাতে দায়িত্বরত পুলিশের বাধা উপেক্ষা করে কয়েকশ মাজার ভক্ত খরমপুর মাজার শরীফের দিকে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুই ব্যক্তি নিহত হয়।
আখাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাজারে আসা লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে রেলসেতু পারাপার হচ্ছিল। এ সময় ঢাকাগামী পারাবত ট্রেন আসার সময় হলে দুই পাশে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে ট্রেন আসার সংকেত দেয়। এ সময় সবাই রেললাইন থেকে নেমে পড়লেও ওই দুই ব্যক্তি ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় সেতু থেকে নদীতে ছিটকে পড়ে নিহত হয়। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে মরদেহ দুটি নদী থেকে উদ্ধার করে। নিহত এক ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে আখাউড়া খরমপুর মাজার শরীফে বার্ষিক ওরশ শুরু হয়েছে।