×

সারাদেশ

মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল: লিয়াকত সিকদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০২:০২ পিএম

মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল: লিয়াকত সিকদার

ফরিদপুরের বোয়ালমারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এডভোকেট মো. লিয়াকত সিকদার। ছবি: কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

   

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অপচেষ্টা করা হয়েছিল। অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত, সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সে স্বপ্ন থেকে আমাদের দূরে নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকার আজ ক্ষমতায়। আজকের প্রজন্ম সত্যিকারের ইতিহাস জানে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন মিথ্যা ইতিহাস আমাদের জানতে বাধ্য করা হতো। তখন একটিমাত্র টেলিভিশন চ্যানেল ছিল, একটিমাত্র রেডিও ছিল। রাষ্ট্রীয় মিডিয়াতে বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কে তখন মিথ্যাচার করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হতো। আজকে পাঠ্যপুস্তকের মাধ্যমে আমাদের ছেলেমেয়ে, নাতিনাতনিরা সঠিক ইতিহাস পড়তে পারছে।

জাতির জনকের শাহাদাত বার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার উপলক্ষে বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ও সাতৈর ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

লিয়াকত সিকদার আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে এক সময় সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছিল। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল। সেই মহানায়কের ইতিহাসকে বিকৃত করে খলনায়ককে নায়ক করা হয়েছিল।

এ সময় লিয়াকত সিকদার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। আজ দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে।

ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেন, দেশের জনগণ আজ বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাথা থেকে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা- এসব কর্মসূচির ধারণা এসেছে। আজ সারা বিশ্ব এসব কর্মসূচি অনুকরণ করছে।

তিনি আরো বলেন, পদ্মাসেতুর জন্য দেড়/দুই ঘন্টায় ঢাকা থেকে আসা-যাওয়া করা যায়। এ এলাকার উন্নয়ন হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এসময়

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী, বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আক্তার তপন, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন আকুল, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি সদস্য লতিব শেখ, ছাত্রলীগ নেতা মোল্যা আশিক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App