×

সারাদেশ

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা, যেসব রুটে থাকছে বিশেষ ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৬:৫২ পিএম

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা, যেসব রুটে থাকছে বিশেষ ট্রেন
   
বুধবার (২ আগস্ট) রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর জনসভায় নির্বিঘ্নে যাতায়াতের জন্য রেলওয়ে পশ্চিমাঞ্চল (লালমনিরহাট) আটটি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ ট্রেনগুলো বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত রংপুরে আসবে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে আটটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হলো-পঞ্চগড় স্পেশাল, ঠাকুরগাঁও স্পেশাল, দিনাজপুর স্পেশাল, বুড়িমারী স্পেশাল, লালমনিরহাট স্পেশাল, উলিপুর স্পেশাল, কুড়িগ্রাম স্পেশাল ও বোনারপাড়া স্পেশাল ট্রেন। তিনি আরও জানান, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ রেলের ভাড়া প্রদান সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন। ট্রেনগুলো বেলা সোয়া ৯টা থেকে ১২টার মধ্যে রংপুরে পৌঁছবে। এই ট্রেনগুলো সেদিন সকাল সাড়ে ৭টা থেকে ১১টার মধ্যে সব স্টেশন থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যাবে। রংপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেডেন্ট শংকর গাঙ্গুগুলি বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বিশেষ আটটি ট্রেন চলাচল করবে। আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেশনের চারটি লাইনের বাইরে অতিরিক্ত ট্রেনগুলো মীরবাগ ও শ্যামপুর স্টেশনে রাখা হবে। সময়সূচি নির্ধারণ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App