তালতলীতে মাদকসহ গ্রেপ্তার ৩

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৪:২৯ পিএম

ছবি: সংগৃহীত
বরগুনার তালতলীতে মাদকের পৃথক দুটি অভিযানে স্বামী-স্ত্রী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) সন্ধার পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাজড়াভাঙ্গা এলাকার আশ্রয়ন প্রকল্প থেকে স্বামী-স্ত্রী ও নলবুনিয়া এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পাজড়াভাঙ্গা এলাকার আশ্রয়ন প্রকল্পের ২১নং ঘরে স্বামী ইয়াছিন (৫৭) ও স্ত্রী কুলছিয়া বেগম (৩৫) দীর্ঘদিন যাবৎ গাঁজা বেচা-কেনা করছিল। তারা বিক্রির জন্য ৫শ গ্রাম গাজা ক্রয় করে এনেছিল। পুলিশ এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গাজাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে অসে।
অন্যদিকে নলবুনিয়া গ্রামের চানমিয়া তালুকদারের ছেলে হেমায়েত উদ্দিন হিমু (৫০) গাজা বিক্রির সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ ১২০ গ্রাম গাজা সহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।