কাউখালীতে সড়কের বেহাল দশা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৩:৫৩ পিএম

কাউখালীতে সড়কের বেহাল দশা ছবি: কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে সড়কের বেহাল দশা। জনগণের চলাচলে ভোগান্তির কোন শেষ নেই। দেখার যেন কেউ নেই। বর্তমানে রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে।
সামান্য বৃষ্টি পড়লেই রাস্তায় পানি জমে যায়। প্রতিদিন শতশত যানবাহন এই প্রধান সড়ক দিয়ে চলাচল করে।
উপজেলা পরিষদ থেকে সমাজসেবা অফিস, কৃষি ব্যাংক মোড় থেকে রাস্তাটি বাসস্ট্যান্ড পর্যন্ত এভাবেই করুণ দশায় পরিণত হয়েছে। এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে রয়েছে ব্যবসায়ীদের দোকানপাট, উপজেলা পরিষদ, সমাজসেবা অফিস, কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক, সাব রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, বিআরডিবি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
ব্যবসায়ী নুরুল ইসলাম ও সুকেশ চন্দ্র হালদার জানান, বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায় তখন দোকানপাট খোলা অসম্ভব হয়ে যায়।
পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় রাস্তার পানি দোকানের উপরে উঠে যায়। অথচ এই রাস্তা দিয়ে কাউখালী উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা প্রতিনিয়ত চলাচল করে।
রিকশাচালক লিটন জানান, এ রাস্তা দিয়ে চলাচলে আমাদের খুবই সমস্যা হচ্ছে। মাঝে মাঝে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এতে যানবাহনের আয়ু কমে যাচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো. শওকত হোসেন জানান, অবিলম্বে রাস্তার কাজ সম্পন্ন করা হবে।