×

সারাদেশ

হরিয়ান ইউপিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১১:০০ পিএম

হরিয়ান ইউপিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

জেবর আলী

   

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেবর আলী। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৬৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জালাল উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন ৪ হাজার ১২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নয়টি কেন্দ্রে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে কেন্দ্র থেকেই ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

নয়টি কেন্দ্র থেকে পাওয়া তথ্যমতে ভোটের এই ফল জানা গেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী অংশ নেন। অন্য তিন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। এই নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়া জেবর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ভোটে অংশ নেওয়ার কারণে তাঁকে উপজেলা আওয়ামী লীগ তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।

এর আগে প্রায় একযুগ আগে হরিয়ান ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর সীমানা সংক্রান্ত জটিলতায় আর ভোট হয়নি। অবশেষে এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলো। এক যুগ পর ভোট দিতে ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপচেপাড়া ভিড় ছিল। কেন্দ্রগুলোতে ৮০-৯০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার ছিলেন ১৯ হাজার ৫২৮ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App