পানিসম্পদ উপমন্ত্রীর জেলার ডিসিকে বদলি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১২:১৫ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি
শরীয়তপুরে জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের একান্ত সচিব আরিফুজ্জান। এই নিয়ে তীব্র সমালোচনা হওয়ায় তাকে শরিয়তপুরের বদলে ভোলার ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ভোলার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের ডিসি করা হয়েছে। প্রসঙ্গত, পানিসম্পদ প্রতিমন্ত্রীর নিজ জেলা শরীয়তপুর।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার প্রকাশ করা হয়।
একই আদেশে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. গোলাম মওলাকে নওগাঁর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের ডিসি কাজী নাহিদ রসুলকে গাইবান্ধার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।