তিস্তায় বাড়ছে পানি, হাজারো মানুষ পানিবন্দী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৫:৩৬ পিএম




ছবি: ভোরের কাগজ
মধ্যরাত থেকে বাড়ছে পানি। এই নিয়ে চার দফায় পানি বাড়ার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারতের গজলডোবা ব্যারাজের বেশির ভাগ গেট খুলে দেয়ায় তিস্তার পানি বাড়ছে।
আজ শুক্রবার (১৪ জুলাই) ও আগামীকাল শনিবার (১৫ জুলাই) বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে এই নদীর পানি। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। উপজেলা প্রশাসনের কড়া নজরদাড়িতে নিম্নাঞ্চলের মানুষজন। পাহাড়ি ঢলে তিস্তা, বুড়ি তিস্তা ও সানিয়াজান তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ গ্রামের মানুষ।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, ভারত থেকে আসা উজানের ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি ক্রমশ বাড়ছে, ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব স্থানে বসবাসরত লোকজনদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে।
ডালিয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর ভোরের কাগজকে বলেন, আজ (শুক্রবার) দুপুর ১২টা পর্যন্ত ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিকেল তিনটায় তা কমে ৭ সেন্টিমিটারে রূপান্তরিত হয়েছে। নদীর অববাহিকা ও তীরবর্তী মানুষকে নিরাপদে রাখার চেস্টা চালিয়ে যাচ্ছি।
ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, এরই মধ্যে দুই লাখ টাকা, ৪০০ প্যাকেট শুকনা খাবার ও ২০ টন চাল বন্যা কবলিত মানুষদের জন্য মজুত রাখা হয়েছে।