বাউফলে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৪:৫৫ পিএম

পটুয়াখালীর বাউফলে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সোমবার (১০ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা এ তথ্য জানান। ঈদুল আজহায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামে আসাদের মধ্যেই আক্রান্ত বেশী।
তবে ঢাকায় না গিয়েও গ্রামের বেশ কিছু লোকজন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় লোকজনের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ঈদুল আজহা থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এরমধ্যে অনেককেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীর চাপ বেশি থাকায় সেখানে রোগী পাঠাতে অঘোষিতভাবে না বলা হয়েছে। এখন রোগী পটুয়াখালী পাঠানো হচ্ছে। এতে রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া নিশ্চিত করা যাচ্ছে না।
এদিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ায় এলাকার লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ডেঙ্গুবাহী মশার বিস্তার রোধের জন্য বাড়ির পাশে জমে থাকা পানি অপসারণের অনুরোধ জানিয়েছেন ওই কর্মকর্তা। এছাড়া জ্বর হলেই ঘরে বসে না থেকে সরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেয় হয়।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কনকদিয়া ইউনিয়নের আরিফ হোসেন নামের এক রোগী বলেন, ঢাকায় থাকাকালীন আমার জ্বর হয়। প্রথমে বুঝতে পারিনি আমার ডেঙ্গু হয়েছে। পরে বাড়ি আসার পর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। এখন আমি কিছুটা সুস্থ।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা জানান, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমরা কাজ করছি।