কোরআন পোড়ানোর প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০২:১৩ পিএম

ছবি: ভোরের কাগজ
সুইডেনের রাজধানী স্টক হোম-এ মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন পড়ানোর প্রতিবাদে রাঙ্গাবালী সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
সোমবার সকালে এ বিক্ষোভ মিছিলটি রাঙ্গাবালী সরকারি কলেজ গেট থেকে বের করে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে খালগোড়া বাজারের মেইন রাস্তা প্রদক্ষিণ করে কলেজ মাঠে শেষ করেন।
এ সময় সমাপনী বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, কয়েক বছর পরপরই সুইডেনে মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কোরআন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটাক্ষ করে। মুসলমানদের হৃদয়ে ব্যথা দেয়।সরকারে প্রতি দাবি জানাই, সুইডেন সরকারের প্রতি পবিত্র কোরআন অবমাননার দায়ে জাতিয় সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে এবং বাংলাদেশে অবস্থানরত সুইডেনের দুতাবাস আগামী ৭ দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে।