×

সারাদেশ

পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে শাশুড়ির আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৫:৩০ পিএম

পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে শাশুড়ির আত্মহত্যা
পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে শাশুড়ির আত্মহত্যা
   
পুত্রবধূর সঙ্গে ঝগড়া হওয়ায় ক্ষোভে-দুঃখে বিষপান করে আত্মহত্মা করেছেন শাশুড়ি। বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মাখন সাজ্জাল বাড়িতে ওই ঘটনা ঘটেছে। খবর পেয়ে বৃহস্পতিবার বাউফলের বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃতের স্বামী মাখন সাজ্জাল (৬৫) অভিযোগ করে বলেন-তিনি ও তার স্ত্রী চূড়া রানী (৫৫), ছেলে মাধব সাজ্জাল (৩৫) পুত্রবধূ শিখা রানী (২৭) ও নাতি মাধবী (৮) একই ঘরের মধ্যে আলাদা আলাদা বসবাস করেন। এই ঘটনার দিন গত বুধবার (৫ জুলাই) রাত ৮টার দিকে তার স্ত্রী চূড়া রানী তার পুত্রবধূ শিখার কাছে রান্নার জন্য কিছু চাল ও ডাল চান। কিন্তু পুত্রবধূ চাল-ডাল দিতে রাজি হয়নি। এ নিয়ে পুত্রবধূ ও তার শাশুড়ির মধ্যে ঝগড়াঝাটি চলাকালে পুত্র মাধব সাজ্জাল এসে মায়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে পুত্র ও পুত্রবধূ তার স্ত্রী চূড়া রানীকে মারধর করেন। তিনি ওই সময় (মাখন সাজ্জাল) ঝগড়া থামানোর চেষ্টা করলে তাকেও মারধর করেন। এরপর তিনি তার স্ত্রী চূড়া রানীকে নিয়ে ঘরে চলে যান। রাত ১টার দিকে ক্ষোভে দুঃখে তার স্ত্রী চূড়া রানী বিষপান করেন। রাত ৩ টার দিকে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক সোয়েব বলেন, চূড়া রানীকে হাসপাতালে নিয়ে আসার পর ইসিসি করে তাকে মৃত অবস্থায় পাই। তার মুখ থেকে গন্ধ আসছিল। ধারণা করা হচ্ছে তিনি বিষপান করেছেন। এ ব্যাপারে বগা তদন্ত কেন্দ্রে ফোন দেয়া হলে এসআই বাদল কৃষ্ণ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App