×

সারাদেশ

কাপ্তাইয়ে পরিকল্পনা মন্ত্রীর সফর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ০২:২২ পিএম

কাপ্তাইয়ে পরিকল্পনা মন্ত্রীর সফর

ছবি: ভোরের কাগজ

   

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম এ মান্নান, এমপি শুক্রবার (৩০ জুন) দুপুরে বান্দরবান হতে স্বপরিবারে সড়কপথে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইতে প্রবেশ করেন। পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে আগমন করেন।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম পিপিএম, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী উপস্থিত থেকে মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ। কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী মহোদয় বিদ্যুৎ ভবনে আসেন এবং বর্ণিত সকলকে নিয়ে মধ্যাহ্ন ভোজ করেন। মধ্যাহ্ন ভোজ শেষে বিদ্যুৎ ভবনের সামনে মাননীয় মন্ত্রী মহোদয়কে কাপ্তাই থানার পুলিশ কর্তৃক গার্ড সালাম দেয়া হয়।

জানা যায়, মাননীয় মন্ত্রী মহোদয়ের শ্বশুর তৎকালীন সময়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সেই সূত্রে তার স্ত্রীর জন্ম কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে হওয়ায় সেসময় তার স্ত্রীর যে বাসায় বসবাস করেছিলেন নাড়ির টানে স্ব পরিবার নিয়ে সেই বাসাটি পরিদর্শন করেন। এসময় সেই বাসার সামনে ছবি তুলেন। কাপ্তাই সফর শেষে বিকাল সাড়ে তিনটার সময় মন্ত্রী মহোদয় চট্টগ্রামের উদ্দেশ্যে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ত্যাগ করেন বলে নিশ্চিত করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর জ্জাহের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App