মান্দায় পিকআপের ধাক্কায় সিএনজি চালক নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০১:১৩ পিএম

ছবি: ভোরের কাগজ
নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় আজিজুল হক (৫০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক রাজশাহী জেলার শাহমখদুম থানার বড় বনগ্রাম ভাড়ালী পাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত সিএনজি চালক গাড়ি থেকে নেমে দাঁড়ানো মাত্র রাজশাহী অভিমুখী পিকআপ এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। এই ঘটনায় স্থানীয়রা ঘাতক পিকআপ চালক মাসুদরানাকে আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ- আলম সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।