আ.লীগের ৭৪ বছর পূর্তিতে শালিখায় আনন্দ র্যালী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৯:৪১ পিএম

ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগের ৭৪ বছর পূর্তিতে মাগুরা শালিখা উপজেলায় আলোচনা সভা ও আনন্দ র্যালীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
আজ (২৫ জুন) বিকেল ৫ টায় শালিখা উপজেলা মুক্তমঞ্চে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শ্যামল কুমার দে এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মো: ইলিয়াচুর রহমান, চেয়ারম্যান মো বখতিয়ার লস্কর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, মহম্মদ পুর ,যুবলীগের সভাপতি মো: বিপ্লব রেজা বিকোসহ উপজেলার যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগের নেতৃবৃন্দ ।
আলোচনা শেষে কেক কাটা ও বিশাল আনন্দ র্যালী উপজেলার মুক্তো মঞ্চ থেকে বের হয়ে সমস্ত আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে। এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়নের আওয়ামীলীগের প্রায় ৪ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।