সামাজিক আন্দোলনে স্কাউটস নেতৃত্ব দেবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৯:৫২ পিএম

রবার্ট ব্যাডেন পাওয়েল ১৯০৮ সালে স্কাউট নামে যে সামাজিক আন্দোলন শুরু করেছিলেন তা এখন বিশ্বের বৃহৎ একটি সংগঠন। আগামীতে সামাজিক আন্দোলনে স্কাউটস নেতৃত্বে দেবে।
বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, নারী-নির্যাতন, যৌতুক সহ সামাজিক অপরাধসমূহ নিয়ন্ত্রণে স্কাউটস কাজ করে যাবে। স্কাউট পারে সমাজকে প্রগতিশীল ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে। আপনারাই পারবেন সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে।
বাংলাদেশ স্কাউটস সালথা উপজেলা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ত্রৈ-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন-ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিপিএ)।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন ধরনের প্রয়োজনের সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি। টাকার অভাবে কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না। টাকার অভাবে যারা লেখাপড়া করতে পারছেন না তাদের লেখাপড়ার দায়িত্ব নেবে ফরিদপুরের জেলা প্রশাসন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদদু মাতুব্বর, ফরিদপুর জেলা স্কাউটস এর উপ-পরিচালক মোঃ শামীমুল ইসলাম এলটি, সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদ, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক।
এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিণয় চাকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মাধ্যমকি শিক্ষক সমিতির সভাপতি মিরাজ হোসেন, সম্পাদক এনায়েত হোসেন, প্রাথমিক সমিতির সভাপতির উপদেষ্টা রবিউল আলম, সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
সম্মলনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনকে সভাপতি ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ কাদের মিয়াকে সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাব করা হয়। নব নির্বাচিত কমিটির সবাইকে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।