
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৪:২৭ পিএম
আরো পড়ুন
নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী জয়না বিবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৩, ০২:৪৫ পিএম

ছবি: ভোরের কাগজ
সিলেট নগরীর দক্ষিণ সুরমা। ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাতির কোলে চড়ে ভোট দিতে এসেছেন শতবর্ষী জয়না বিবি।
ভোট দিয়ে তৃপ্তির হাসি ফুটে উঠলো তার মুখে। বললেন, ‘ভুট দিতাম ফাইরা বালা লাগছে।’
নাতি ইমন বললেন, ভোট দেয়া দায়িত্ব। পাঁচ বছর পর পর এই সুযোগ পাওয়া যায়। তাই কোলে করে নিয়ে এসেছি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: ভোরের কাগজ
সিলেট নগরীর দক্ষিণ সুরমা। ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাতির কোলে চড়ে ভোট দিতে এসেছেন শতবর্ষী জয়না বিবি।
ভোট দিয়ে তৃপ্তির হাসি ফুটে উঠলো তার মুখে। বললেন, ‘ভুট দিতাম ফাইরা বালা লাগছে।’
নাতি ইমন বললেন, ভোট দেয়া দায়িত্ব। পাঁচ বছর পর পর এই সুযোগ পাওয়া যায়। তাই কোলে করে নিয়ে এসেছি।