প্রতিদ্বন্দ্বিতা ভুলে নৌকা-জাপার আলিঙ্গন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১১:০০ এএম

ছবি: ভোরের কাগজ
ভোটের মাঠে প্রতিদ্বন্দিতা ভুলে একে অপরকে আলিঙ্গন করলেন নৌকার মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।
বুধবার সকালে ১৬ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টির ভোট কেন্দ্রে হুট করে উপস্থিত হন এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর দুই প্রার্থী একে অপরকে আলিঙ্গন করেন।
সেসময় ২জনই ভোটের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন।
সাইফুল ইসলাম স্বপন বলেন, আমরা চাচা-ভাতিজা। আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভাল। তবে ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দিবো না।
তিনি বলেন, মাঠের বাইরে আমাদের সম্পর্ক সম্পর্কের মতোই থাকবে। তবে ভোটের মাঠে আমরা থাকবো প্রতিদ্বন্দ্বী হিসেবে।
তবে আলিঙ্গনের পরে খায়রুজ্জামান লিটন গণমাধ্যমকে তেমন কিছুই বলেননি। এরপর তিনি ভোটকেন্দ্রে ছেড়ে চলে যান।