অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান বিজিবির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০২:৩৮ পিএম

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ডের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও দুস্থ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে সেলাই মেশিন, টিন, ছাগল, মসজিদের ওজুখানা নির্মাণ এবং চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন সদরের ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম। এ সময় তার উপস্থিতিতে জোন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে সহায়তা প্রদান করা হয়।
বিতরণের মধ্যে ছিলও, ৬ টি সেলাই মেশিন, ৬ বাইন টিন, ৬টি ছাগল, মসজিদের জন্য ১টি ওজুখানা নির্মাণ এবং ৩৫ টি পরিবারকে চিকিৎসা ও মেয়ের বিবাহের জন্য নগদ অর্থসহ ৫৩ পরিবারকে সহায়তা প্রদান।
এসময় জোন অধিনায়ক বলেন, 'রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ি এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন এ ধরণের কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।'