ক্ষেতলালে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৩, ১২:০৫ পিএম

ওসি আনোয়ার হোসেন

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন রবিবার (১১ জুন) বেলা ১১টায় তার অফিস কার্যালয়ে উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
তিনি গত শুক্রবার ওসি হিসেবে ক্ষেতলাল থানায় যোগদান করেন। ওই সভায় পরিচয় পর্ব শেষে উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক আলোচনা হয়। এ সময় অফিসার (তদন্ত) ইমায়েদুল জাহেদী উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিকদের মধ্যে আজিজার রহমান, আজিজুল হক, আখতারুজ্জামান তালুকদার, মোস্তাফিজুর রহমান, এস কে মুকুল, হাসান, এস এম মিলন, এস এম ওয়াকিল আহমেদ, গোলাম মোস্তফা শেখ, মাহীয়ুল মুরাদ, আহম্মেদ পান্না, বেলাল হোসেন, আমানুল্লাহ আমান উপস্থিত ছিলেন।