ক্ষেতলালে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৪:২২ পিএম

ছবি: ভোরের কাগজ

যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘নারী-পুরুষ সমতায় তথ্য আপা পথ দেখায়’ এই স্লোগানে শনিবার (১০ জুন) বিকাল সাড়ে ৪টায় ক্ষেতলাল পৌর এলাকার সূর্যবান মহল্লায় এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ স্বপন বলেন, আপনি একজন মা হয়ে কন্যা সন্তানকে এমনভাবে মানুষ করেন যেন, সে নারী হয়ে অবকুণ্ঠিত না থাকে।
উপজেলা তথ্য অফিসের আয়োজনে ওই বৈঠকে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, ডা. ফারিহা মাহযুবা, ক্ষেতলাল পৌর প্যানেল মেয়র জিল্লুর রহমান, কাউন্সিলর জুলফিকার আলী চৌধুরী, তুলসীগঙ্গা ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ও সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।