মিরসরাইয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ, আটক ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৪:৫৪ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সহ দুইজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
সোমবার (৫ জুন) দিবাগত রাত পৌনে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর বাজারে ফুট ওভার ব্রীজের নীচে চট্টগ্রামমুখী অংশে অভিযান চালিয়ে দু’টি মাইক্রো হাইচ শাড়ি জব্দ করা হয়।
শাড়ি তল্লাশী করে ৩১টি গাইডের ভেতর ২ হাজার ৩০৫টি শাড়ী জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
এসময় গাড়ীর ড্রাইভার উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৭) ও ১২নং খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের মো. নুরুল হকের ছেলে রেজাউল করিম (২৬) কে আটক করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কতিপয় চোরাকারবারী সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
এসময় রাত পৌনে ৩টায় মহসড়কের মিরসরাই পৌর বাজারে ফুট ওভার ব্রীজের নীচে চট্টগ্রাম মুখী অংশে অভিযান চালিয়ে দু’টি মাইক্রো হাইচ (চট্ট মেট্রো-চ-১১-৪২৫৪, চট্ট মেট্রো-চ-১১-৫৪২৫) গাড়ী আটক করা হয়।
পরবর্তীতে গাড়ি তল্লাশী করে ভেতরে থাকা ৩১টি গাইডের মধ্যে ২ হাজার ৩০৫টি শাড়ী জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
তিনি আরো বলেন, গাড়ী চালক সোহাগ এর আগেও ভারতীয় শাড়ি চোরাচালান করার সময় আমাদের হাতে আটক হয়েছিলো। জেল থেকে বের হয়ে সে পুনরায় চোরা চালানে জড়িয়ে পড়ে। জব্দকৃত গাড়ী দু’টির মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। গাড়ির চালকদের আটক করা হয়েছে। চোরাচালানের সাথে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।