নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৯:৩৩ পিএম

নবীগঞ্জ থানা, হবিগঞ্জ। ফাইল ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মো. সালাম মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের সাকুয়া বাজার এলাকায় মাছের আড়তের পাশের একটি পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। মো. সালাম মিয়া পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সাকুয়া বাজারের একটি মুদি দোকান থেকে মো. সালাম মিয়া রশি কেনেন ও রশি হাতে বাজারে কিছু সময় পার করেন। রাতে স্থানীয় লোকজন সালাম মিয়াকে একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশের খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনা স্কুলে পৌঁছে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর রহস্য খোলাসা হবে।